thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

কারণ ছাড়াই দাম বাড়ছে বিচ হ্যাচারির দাম

২০২৪ জানুয়ারি ১৮ ১১:৪২:৫৪
কারণ ছাড়াই দাম বাড়ছে বিচ হ্যাচারির দাম

দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেডের অস্বাভাবিক শেয়ারের দাম বাড়ার পেছনে কোনও মূল্যসংবেদনশীল তথ্য বা কারণ নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

বুধবার (১৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানি কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, কোনপ্রকার অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বাড়ছে।

প্রসঙ্গত, গত ২ জানুয়ারি বিচ হ্যাচারির শেয়ারের দাম ছিল ৪৫.০১ টাকা। বুধবার (১৭ জানুয়ারি) শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৫৫.০২ টাকা। এই ১০ কার্যদিবসে শেয়ারদর বেড়েছে ১০.০১ টাকা। এভাবে কোম্পানিটির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করে ডিএসই।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর