thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে 24, ২৬ বৈশাখ ১৪৩১,  ১ জিলকদ  1445

জাতীয় দলকে  নেতৃত্ব দেওয়ার স্বপ্ন  দেখেন  তাসকিন 

২০২৪ জানুয়ারি ১৯ ১০:৫০:০১
জাতীয় দলকে  নেতৃত্ব দেওয়ার স্বপ্ন  দেখেন  তাসকিন 

দ্য রিপোর্ট প্রতিবেদক:আজ থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশমআসর।টি-টোয়েন্টি এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নতুন দল দুর্দান্ত ঢাকার অধিনায়ক করা হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। আর সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে দেশের তারকা পেসার তাসকিন আহমেদকে।

বিপিএলে সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া তাসকিন ভবিষ্যতে জাতীয় দলকেনেতৃত্ব দেওয়ার স্বপ্নদেখেন।

বৃহস্পতিবার ঢাকার অনুশীলন শেষে সাংবাদিকদের এমন একপ্রশ্নের জবাবেতাসকিন বলেন, ‘সব খেলোয়াড়ের স্বপ্ন থাকে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার। ধাপে ধাপে সবকিছুই হবে একসময়।’

দেশের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ১৩৭টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে ১৭৭ উইকেট শিকার করা এই তারেকা পেসার আরও বলেন, ‘আমার নিজের যে অভিজ্ঞতাগুলো আছে, আমি সব সময় দলের জন্য শেয়ার করার চেষ্টা করব। যাতে আমাদের দলটা উপকৃত হয়।’

বিপিএলে ঢাকার কম্বিনেশন নিয়েতাসকিন বলেন, ‘আমাদের দলটা অনেক তরুণ। খালেদ মাহমুদ সুজন স্যারকোচ হিসেবেআছেন, মোসাদ্দেক হোসেন সৈকতঅধিনায়ক। আমিও আছি, আরও অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। হয়তো অনেক বিদেশি ক্রিকেটার আসবে দেরিতে, সঠিক সময়ে সবাইকে পাওয়া যাবে না। যে দলটা আছে, এটাই যদি গুছিয়ে, একত্র হয়ে খেলতে পারিতাহলে অবশ্যই ভালো কিছু হবে।’

এক প্রশ্নের জবাবে২৮ বছর বয়সি এইডানহাতি পেসার বলেন, ‘একই খেলা,শুধু নামটা বিপিএল। সব সময় চাপ থাকে খেলার মধ্যে। এখানে নিজের যে শক্তির জায়গা আছে, সেটা যদি কার্যকর করতে পারি… দিনের শেষে আসলে ফলাফলটাই গণ্য হবে। মৌলিক দিকগুলো ঠিক রেখে কতটুকু ভালো পারফরম্যান্স করতে পারি, সেটাই আসল। আমার পারফরম্যান্সটাও যেন দলের জন্য কার্যকরী হয়, সে চেষ্টা থাকবে।’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর