thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

নাশকতার  মামলায় জামিন  খসরুর

২০২৪ জানুয়ারি ২১ ১৯:৩৫:৪১
নাশকতার  মামলায় জামিন  খসরুর

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির সমাবেশের দিন রাজধানীতে নাশকতার ঘটনায় রমনা ও পল্টন থানায় দায়ের করা আরো দুই মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

এ নিয়ে মোট আট মামলায় জামিন পেলেন বিএনপির এই সিনিয়র নেতা। তবে আরো দুই মামলায় জামিন না হওয়ায় এখনই তিনি কারামুক্ত হতে পারছেন না বলে জানিয়েছেন তার আইনজীবী।

আগামী বুধবার রমনা ও পল্টন থানার বাকি দুই মামলায় অধিকতর জামিন শুনানি অনুষ্ঠিত হবে।

গত বছরে ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশ ঘিরে ব্যাপক নাশকতা ও সহিংসতা হয়। ওইসব ঘটনার পর আমীর খসরুর বিরুদ্ধে ১০টি মামলা হয়।

গত বুধবার দুই মামলায় এবং পরেরদিন বৃহস্পতিবার চার মামলায় জামিন পান বিএনপির এই নেতা।

বিএনপির সমাবেশে ব্যাপক নাশকতার ঘটনার পর দুই নভেম্বর রাত পৌনে একটার দিকে গুলশানের বাসা থেকে আমীর খসরুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর