thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো আইসিবি

২০২৪ জানুয়ারি ২২ ১৫:৪৮:৫৫
শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো আইসিবি

দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজারে অর্থিক খাতে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

সোমবার (২২ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে। আর লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। এছাড়া, যাদের ব্যাংকে বিইএফটিএন সিস্টেম নেই, তাদের লভ্যাংশ বিতরণ করা হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২.৫ শতাংশ বোনাস লভ্যাংশ এবং ২.৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর