thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

পাকিস্তানের ক্রিকেটারদের চরিত্র নিয়ে প্রশ্ন সানিয়ার 

২০২৪ জানুয়ারি ২৩ ১৩:২০:৫৮
পাকিস্তানের ক্রিকেটারদের চরিত্র নিয়ে প্রশ্ন সানিয়ার 

দ্য রিপোর্ট ডেস্ক:পাকিস্তানের ক্রিকেটারদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন সানিয়া মির্জ়া। তাও আবার শোয়েব মালিকের সঙ্গে তার বিয়ে হওয়ার পরে। সেই পুরনো ভিডিও ভাইরাল হয়েছে।

তার পরেই অনেকে প্রশ্ন তুলেছেন, নিছক মজা করে কি সে কথা বলেছিলেন সানিয়া? না কি বিয়ের পর থেকেই শোয়েবকে নিয়ে বিরক্ত ছিলেন তিনি?

শোয়েব ও সানিয়া একটি অনুষ্ঠান করতেন। সেখানে অতিথি হিসাবে এসেছিলেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াহাব রিয়াজ।

কথা বলতে গিয়ে সানিয়া বলেন, আমি সবাইকে একটা কথা বলতে চাই। আমি নিশ্চিত, জইনাব (রিয়াজের স্ত্রী) আমার কথার সঙ্গে একমত হবে। পাকিস্তানের ক্রিকেটারদের সব থেকে প্রিয় কাজ স্ত্রীদের নিয়ে মজা করা। এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই অনেক প্রশ্ন উঠতে শুরু করে।

সানিয়ার মতো শোয়েবেরও একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। সাবেক সতীর্থ শোয়েব আখতারের সঙ্গে শোয়েবের একটি সাক্ষাৎকারের ভিডিও হইচই ফেলে দেয়। সেটি শোয়েব মালিক ও সানিয়ার বিয়ের আগের।

সেখানে আখতার প্রশ্ন করেন যে শোয়েব কি কোনো মেয়েকে পছন্দ করেন? জবাবে শোয়েব মালিক বলেন, একটা মজার কথা বলব। সব মেয়েকেই আমার ভালো লাগে। ওরা আমার মনে নিজেদের জায়গা করে নেয়।
আখতার আবার শোয়েব মালিককে পছন্দের নাম বলতে বলেন। জবাবে শোয়েব মালিক বলেন, পাঁচ জন নয়, ৫০০ জন আছে। কার কার নাম বলব?

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর