thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

পরের বিপিএল খেলবেন? মাশরাফি বলছেন "হতে পারে"

২০২৪ জানুয়ারি ২৭ ১৩:৪৭:৩৮
পরের বিপিএল খেলবেন? মাশরাফি বলছেন

দ্য রিপোর্ট ডেস্ক:সংবাদ সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় মুখে একটা হাসি। পুরো সময়টাও তিনি কথা বললেন অকপটে।

সংবাদ সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় মুখে একটা হাসি। পুরো সময়টাও তিনি কথা বললেন অকপটে।তাকে নিয়ে তৈরি হওয়া আলোচনা-সমালোচনা, ভবিষ্যৎ এমন অনেক কিছুই উঠে এলো। মাশরাফি সংক্রান্ত প্রশ্নগুলোও তিনি গুণে রাখলেন।

শেষ প্রশ্নের উত্তরে বললেনও, ‘মাশরাফিকে নিয়ে ছয়টা প্রশ্ন হলো...’। পরামর্শ দিলেন সামনে এগিয়ে যাওয়ার। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন প্রায় চার বছর আগে। পায়ের অবস্থাও খুব একটা ভালো না। এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন মাশরাফি। আগামী বছরও কি দেখা যাবে তাকে? উত্তরে শুরুতে বললেন, ‘ হতে পারে। আমার পা যদি ঠিক থাকে হতে পারে। ’

এরপর নিজেই ব্যাখ্যা করলেন কারণও, ‘কারণ আমি আমার মতো করেই করতে চাই। এ বছর যদি ফুল...শেষ বছর যেমন খেলেছি, ওভাবে যদি চিন্তা করতাম; যেহেতু ফুল করতে পারছি না তাহলে এটা চিন্তা করতাম না। আমি চিন্তা করবো এটা পরে। টপিক শুধু আমার বিষয় না। আমারে নিয়ে বাংলাদেশ দলে...আপনার লেখার জন্য হয়তো ছয়টা প্রশ্ন পেলাম মাশরাফিকে নিয়ে, মাশরাফি এখন বাংলাদেশের ক্রিকেটের কিছু না। ’

‘আপনাদের চিন্তা করতে হবে। বাংলাদেশের ক্রিকেটে পরের দশ বছর যারা সার্ভিস দেবে, তাদের নিয়ে ভাবেন। তারা কী করছে তাদের নিয়ে ভাবাটা। মানুষ যা খায়, সেগুলো খাওয়ালে হবে না। বাংলাদেশের ক্রিকেটে কী উন্নতি হয়, সেটাই চিন্তা করতে হবে আপনাদেরও এবং সেগুলোই মানুষকে জানাতে হবে। ’
আন্তর্জাতিক ক্রিকেট প্রায় চার বছর আগেই ছেড়ে দিয়েছেন। ক্যারিয়ারেও এখন আর নতুন করে কিছু পাওয়ার নেই। ক্রিকেট খেলার জন্যও তাকে দীর্ঘ একটা প্রক্রিয়া অনুসরণ করেই আসতে হয়। নিজেকে অনুপ্রাণিত করেন কীভাবে?

এমন প্রশ্নের উত্তরে মাশরাফি বলেন, ‘নিজেকে মোটিভেট করার বিষয় যেটা বললাম আমি ক্রিকেট খেলবো। আমি উপভোগ করি আমার ক্রিকেট। এখন শেষ বছর পর্যন্ত আমার পায়ে কোনো রকম সমস্যা হয়নি। এ বছর হঠাৎ শেষ চার মাস আগে দুর্ভাগ্যবশত আমি জানি না কী জন্য হয়েছে। ’

‘কোনো ক্লুও নেই যে দৌড়াতে গিয়ে ব্যথা পেয়েছি। হঠাৎ করে পায়ে ব্যথা অনুভব হয়। পরে ডাক্তার দেখিয়েছি, ছোট একটা অপারেশন। আমি নিজেও এ বছর চাইনি যেহেতু পুরো ফিট নই। কিন্তু ওই যে বললাম সবকিছু ইফস এন্ড বাটস কিছু চাওয়া, কিছু পাওয়ার থাকে। ’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর