thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

২০২৪ জানুয়ারি ২৮ ১০:১৯:১৫
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় আবারও শীর্ষে উঠেছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে শুক্রবারের মতো শনিবারও ঢাকার বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ শ্রেণিবদ্ধ করা হয়েছে। শীতকালে বেশিরভাগ সময়ই ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাসের চক্রে অবস্থান করছে ঢাকা।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের পর্যবেক্ষণ অনুযায়ী, শনিবার সকালে বিশ্বের পাঁচটি শহরের বাতাস খুবই অস্বাস্থ্যকর হয়ে ওঠে। এর মধ্যে ঢাকার বাতাস সকাল ১০টায় ‘অস্বাস্থ্যকর’ থেকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হয়ে ওঠে। দুপুর ১২টার দিকে দেখা যায় ঢাকার বাতাসের একিউআই ২৭৬। সকাল ১০টায় ঢাকার বায়ুমান ছিল ২৭৯, বেলা ১১টায় তা বেড়ে হয় ২৮১।

ঢাকার পরের দুই অবস্থানে ছিল ভারতের দুই শহর যথাক্রমে কলকাতা ও দিল্লি। একইদিনে সবচেয়ে ভালো বাতাস ছিল যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা ও অস্ট্রেলিয়ার শহরগুলোতে।

একিউআই নম্বর যত বাড়তে থাকে, বায়ুমান তত ঝুঁকিপূর্ণ বলে ধরা হয়। একিউআই শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে সেই এলাকার বাতাসকে ভালো বলা যায়। ৫১ থেকে ১০০ হলে বাতাসের মান মডারেট বা মোটামুটি গ্রহণযোগ্য ধরা হয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর