thereport24.com
ঢাকা, রবিবার, ৫ মে 24, ২২ বৈশাখ ১৪৩১,  ২৬ শাওয়াল 1445

ইরানে ৯ পাকিস্তানি নাগরিককে হত্যা

২০২৪ জানুয়ারি ২৮ ১০:২৪:৪৪
ইরানে ৯ পাকিস্তানি নাগরিককে হত্যা

দ্য রিপোর্ট ডেস্ক:ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে হামলা চালিয়ে ৯ পাকিস্তানি নাগরিককে হত্যা করেছে অস্ত্রধারী একদল দুর্বৃত্ত। শনিবার প্রদেশের সারাভান শহরে ওই পাকিস্তানিদের গুলি চালিয়ে হত্যা করা হয়েছে বলে তেহরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুদাসসির টিপু নিশ্চিত করেছেন। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা মেহের নিউজের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালের দিকে ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সারাভান শহরের একটি বাসায় একদল সশস্ত্র অজ্ঞাত ব্যক্তি হামলা চালায়। পরে সেখান থেকে ৯ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। নিহত ৯ জনই পাকিস্তানি নাগরিক।

তবে এখন পর্যন্ত কোনও গোষ্ঠী কিংবা ব্যক্তি এই হামলার দায় স্বীকার করেনি বলে মেহের নিউজ জানিয়েছে। বেলুচদের মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন হালভাশ তাদের ওয়েবসাইটে বলেছে, সারাভানে গুলিতে নিহতরা পাকিস্তানি শ্রমিক। সেখানকার একটি অটো মেরামতের দোকানে তারা কাজ করতেন এবং দোকানেই থাকতেন। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি।

এই হত্যাকাণ্ডের বিষয়ে ইরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুদাসসির টিপু বলেন, ‘‘সারাভানে ৯ পাকিস্তানিকে ভয়াবহভাবে হত্যাকাণ্ডের ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। দূতাবাস শোকসন্তপ্ত পরিবারকে পূর্ণ সহায়তা দেবে। দূতাবাসের কর্মকর্তা জাহিদান ইতিমধ্যে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। আমরা এই বিষয়ে পূর্ণ সহযোগিতা করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছি।’’ সারাভানে ৯ পাকিস্তানি নাগরিককে হত্যাকাণ্ডের এই ঘটনা এমন এক সময় ঘটেছে যখন দুই দেশের সামরিক বাহিনীর হামলা-পাল্টা হামলায় কূটনৈতিক সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। কূটনৈতিক উত্তেজনার অবসানে নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে শনিবার উভয় দেশের রাষ্ট্রদূতরা কর্মস্থলে ফিরছেন।

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর