thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

মার্কেন্টাইল ব্যাংকের বিজনেস সামিট অনুষ্ঠিত 

২০২৪ জানুয়ারি ২৮ ১০:২৮:০৮
মার্কেন্টাইল ব্যাংকের বিজনেস সামিট অনুষ্ঠিত 

দ্য রিপোর্ট প্রতিবেদক:মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ‘অ্যানুয়াল বিজনেস সামিট-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ১৫২ শাখার প্রধান, ৪২ উপশাখার ইনচার্জ, রিজিওনাল হেড ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীরা অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোরশেদ আলম। এতে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম ও মো. আনোয়ারুল হক, নির্বাহী কমিটির চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন), মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউজ (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান এম আমানউল্লাহ, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম এ খান বেলাল, পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ এবং মু. মাহমুদ আলম চৌধুরী এবং কোম্পানি সচিব ও হেড অব এইচআর আবু আসগার জি. হারুনীসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোরশেদ আলম ব্যাংকের সার্বিক লক্ষ্য অর্জনে আন্তরিক প্রচেষ্টার জন্য শাখা, উপশাখা ও বিভাগীয় প্রধানদের ধন্যবাদ জানান।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর