thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

শ্রমিকরা এ মামলা করে নাই:   ড. ইউনূস

২০২৪ জানুয়ারি ২৮ ১৫:২৭:২২
শ্রমিকরা এ মামলা করে নাই:   ড. ইউনূস

দ্য রিপোর্ট প্রতিবেদক:শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলা নিয়ে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকার বারবার বলছে এই মামলা সরকার করে নাই৷ কিন্তু এই মামলা সরকার করলো নাকি শ্রমিক করলো আপনারা তো কিছুই বললেন না৷ কলকারখানা অধিদপ্তর সরকারের৷ এ মামলা তারাই করেছে৷ শ্রমিকরা এ মামলা করে নাই৷

রোববার (২৮ জানুয়ারি) কাকরাইলে শ্রম আপীল ট্রাইব্যুনালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি৷ এর আগে শ্রম আইন লঙ্ঘন মামলার রায়ে ৬ মাসের সাজার বিরুদ্ধে ২৫টি যুক্তি দেখিয়ে খালাস চেয়ে আপিলও করেন তিনি৷

এ মামলার শিকার কিভাবে হলেন এমন প্রশ্নের উত্তরে ড. ইউনূস বলেন, আমরা একটা স্বপ্নের পেছনে ছুটেছি৷ এই স্বপ্ন বুনতে গিয়ে কারো বিরাগভাজন হয়েছি৷ কিন্তু কেন এই মামলা করলো সেটা বলতে পারবো না৷ আমার প্রত্যাশা হচ্ছে আমরা নতুন পৃথিবী গড়বো৷ তিন শূন্যের পৃথিবী গড়বো৷ এ মামলার সাজা একটি ছোটখাটো জিনিস৷ এ নিয়ে আমাদের মাথাব্যথা নেই৷

ড. ইউনূস বলেন, শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে পাল্টে ফেলতে হবে৷ শিক্ষার্থীরা চাকরির জন্য লেখাপড়া করছে কিন্তু উদ্যোক্তা হবার জন্য লেখাপড়া করছে না৷ তরুণরাই আমাদের ভবিষ্যৎ৷ তারাই আগামীর পৃথিবী গড়বে৷ তাদের নিয়েই আমরা থ্রি জিরো ক্লাব করেছি৷ দেড় বছর আগে শুরু করা থ্রি জিরো ক্লাব আজ ৩৫টি দেশে শুরু হয়েছে৷ আমাদের সামনে অনেক কাজ রয়েছে৷ আজ তরুণরা এগিয়ে আসছে৷ সারা বিশ্ব থেকে এর বড় একটি সমর্থন পাচ্ছি৷ বিশ্ববিদ্যালয়গুলো এগিয়ে আসছে৷ ১০৭টি বিশ্ববিদ্যালয়ে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার সৃষ্টি করা হয়েছে৷ ৩৭টি দেশে ইউনূস সেন্টার করা হয়েছে৷ রাশিয়াতেও ইউনুস সেন্টার শুরু হচ্ছে৷ আজকে আমরা যে সমস্যা ফেস করছি সেটা একাডেমিকরা সৃষ্টি করেছে তাদেরকেই এর সমাধান দিতে হবে৷ তা না হলে এটা পাল্টাবে না৷ এ কারণেই আমরা একাডেমিকদের সঙ্গে কাজ করছি৷

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর