thereport24.com
ঢাকা, শনিবার, ৪ মে 24, ২১ বৈশাখ ১৪৩১,  ২৫ শাওয়াল 1445

প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের মামলা

জামিন পেলেন না ফখরুল

২০২৪ জানুয়ারি ২৮ ১৫:৩৮:১৭
জামিন পেলেন না ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় ১৬ আসামি জামিন পেলেও পাননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিম্ন আদালত কিংবা হাইকোর্ট কোথাও জামিন মেলেনি তার। ৭৬ বছর বয়সি এই রাজনীতিক এখন কারাগারের অন্ধকার প্রকোষ্টে দিন পার করছেন। মির্জা ফখরুল এবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামিন চাইবেন, কারণ তিনি কোনোভাবেই ভাঙচুরের সঙ্গে জড়িত ছিলেন না বলে জানিয়েছেন তার আইনজীবী মো. সগীর হোসেন। তিনি বলেন, এই মামলায় তার জামিনের আবেদন খারিজ করে দেওয়া গত ১০ জানুয়ারি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মির্জা ফখরুলের পক্ষে আজ বা আগামীকাল আপিল বিভাগে আবেদন করা হবে।

গত বছরের ২৮ অক্টোবরের ঘটনায় দায়ের হওয়া ওই মামলায় হাইকোর্ট বলেছেন, আবেদনকারী (ফখরুল) ঘটনার মাস্টারমাইন্ড কিনা বা বিপর্যয়কর, বিশৃঙ্খল ঘটনাগুলোতে কোনো ভূমিকা ছিল কিনা তা কেবল সুষ্ঠু তদন্তের পরেই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, তবে তদন্তে নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য, আমরা মনে করি যে এই পর্যায়ে তাকে জামিনে মুক্তি দেওয়া ঠিক হবে না।

রায়ের পূর্ণাঙ্গ বিবরণীতে আরও বলা হয়, নিম্ন আদালত এই মামলায় অভিযুক্ত আবেদনকারীর সম্পৃক্ততা খুঁজে পেয়েছেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর