thereport24.com
ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ১৯ শাওয়াল 1445

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

২০২৪ জানুয়ারি ২৮ ১৫:৪১:৩৯
সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

দ্য রিপোর্ট প্রতিবেদক:দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে বড় ব্যবধানে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচটিতে ১২১ রানের জয়ের পর দ্বিতীয় অবস্থানে থেকে সুপার সিক্সে যায় শিবলি-রাব্বিরা। তবে প্রতিপক্ষ হিসেবে সুপার সিক্সে কাদের পাবে বাংলাদেশ তা তখনো নিশ্চিত হয়নি।

শনিবার (২৭ জানিয়ারি) ‘ডি’ গ্রুপের ম্যাচ শেষে বাংলাদেশের অপেক্ষার অবসান হয়েছে। সুপার সিক্সে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ পেয়েছে পাকিস্তান ও নেপালকে। যুব বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, সুপার সিক্সে ‘এ’ গ্রুপের দলগুলোর প্রতিপক্ষ থাকবে ‘ডি’ গ্রুপের দলগুলো। কিন্তু গ্রুপ পর্বের সমপর্যায়ে থাকা অন্য গ্রুপের দলের বিপক্ষে খেলতে পারবে না তারা।

গতকাল ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে পাকিস্তান। যুব বিশ্বকাপের সূচি অনুযায়ী সুপার সিক্সে 'এ' গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দল 'ডি' গ্রুপের প্রথম ও তৃতীয় দলের মুখোমুখি হবে। ‘ডি’ গ্রুপে আফগানিস্তানকে কাঁদিয়ে একমাত্র জয়ে তৃতীয় হয়ে সুপার সিক্স নিশ্চিত করে নেপাল। এদিকে যুব বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, বাংলাদেশ 'এ' গ্রুপের দ্বিতীয় দল হওয়ায় প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছে পাকিস্তান ও নেপালকে। 'এ' গ্রুপে ভারত এক ম্যাচ বাকি রেখেই ৪ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে। আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ভারত।

সুপার সিক্সে বাংলাদেশ ব্লুমফন্টেইনে নিজেদের প্রথম ম্যাচে আগামী ৩১ জানুয়ারি নেপালের মুখোমুখি হবে। এরপর শেষ ম্যাচে বেনোনিতে ৩ ফেব্রুয়ারি প্রতিপক্ষ পাকিস্তান। সুপার সিক্সে ১২টি দলের দুইটি গ্রুপ থাকবে। যেখানে প্রতি গ্রুপের শীর্ষ দুই দল যাবে সেমিফাইনালে। গ্রুপ ওয়ানে বাংলাদেশ, পাকিস্তান,নেপাল, ভারত, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর