thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

কারন ছাড়াই বাড়ছে ওরিয়নের শেয়ার দর

২০২৪ জানুয়ারি ২৮ ১৫:৪৪:৪৩
কারন ছাড়াই বাড়ছে ওরিয়নের শেয়ার দর

দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের অস্বাভাবিক শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

রোববার (২৮ জানুয়ারি) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত ২৪ জানুয়ারি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানি কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বাড়ছে।

প্রসঙ্গত, ডিএসইতে গত ১ জানুয়ারি ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর ছিল ৩৪৮.৮০ টাকা। আর বুধবার (২৪ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার দর ৪৯২.৮০ টাকা। অর্থাৎ ১৭ কার্যদিবসে শেয়ারটির দর ১৪৪ টাকা বেড়েছে। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর