thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

আপনারা আমার, আপনারা দলেই আছেন:  প্রধানমন্ত্রী 

২০২৪ জানুয়ারি ২৯ ১১:৫৬:৪৭
আপনারা আমার, আপনারা দলেই আছেন:  প্রধানমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটল। বিরোধী জোট তো নয়ই; স্বতন্ত্র সংসদ সদস্যদের (এমপি) আলাদা সংসদীয় জোটও হচ্ছে না। এমনকি সংসদ কক্ষে আওয়ামী লীগের হুইপিংয়ের অধীনেই থাকবেন তারা। সংরক্ষিত মহিলা আসনের জন্য স্বতন্ত্র এমপিদের কোটার মনোনয়নও দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন একাধিক স্বতন্ত্র এমপি। বৈঠকে স্বতন্ত্র এমপিদের আওয়ামী লীগে ফিরিয়ে নেওয়ার দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ডান হাত ও বাঁ হাত দুটোই আমার। স্বতন্ত্ররা আমার দলেরই। আপনারা আমার; আপনারা দলেই আছেন। ’

বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এ বৈঠকে ৬২ স্বতন্ত্র এমপি সবাই উপস্থিত ছিলেন। ৫ থেকে ৭ জন ছাড়া প্রায় সবাই বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন। এ সময় সব এমপি একযোগে তাদের আওয়ামী লীগে ফিরিয়ে নেওয়ার দাবি জানান।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা দলেই আছেন। আপনারা তো আমারই।’ এ সময় স্বতন্ত্র এমপিদের পক্ষ থেকে নারী আসনের মনোনয়ন দেওয়ার ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। সংসদে প্রতিনিধিত্বকারী সদস্যদের আনুপাতিক হিসাবে দ্বাদশ সংসদে সংরক্ষিত মহিলা আসনে স্বতন্ত্রদের ১০ জনকে মনোনয়ন দেওয়ার সুযোগ রয়েছে।

সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত চলে এ বৈঠক। সঞ্চালনা করেন একাদশ সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন। বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বৈঠকে একাধিক স্বতন্ত্র এমপি সংসদ কক্ষের কার্যক্রমে তাদের হুইপিং কীভাবে হবে– সে প্রশ্ন তুললে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের দলীয় হুইপিংয়ের অধীনে স্বতন্ত্র এমপিরা থাকবেন। চিফ হুইপ আছেন, আরও আটজন হুইপ আছেন। যাঁর বিভাগের যে হুইপ থাকবেন, তাঁর হুইপিংয়ে ওই এমপি কাজ করবেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর