thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

কারন ছাড়াই বাড়ছে দুই কোম্পানির শেয়ারের দাম

২০২৪ জানুয়ারি ২৯ ১২:৫২:১২
কারন ছাড়াই বাড়ছে দুই কোম্পানির শেয়ারের দাম

দ্য রিপোর্ট প্রতিবেদক:কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি দুইটির কর্তৃপক্ষ।কোম্পানি দুটি হলো- আফতাব অটোমোবাইলস লিমিটেড ও এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড।

রোববার (২৮ জানুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিগুলোকে নোটিশ পাঠায়।জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

আফতাব অটোমোবাইলসের শেয়ার দর গত ২ জানুয়ারি ছিল ২৬.২০ টাকা।২৮ জানুয়ারি কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৩৭.৬০ টাকায়। অর্থাৎ এই কয়েক কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১১.৪০ টাকা বা ৪৩.৫১ শতাংশ বেড়েছে।

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার দর গত ৯ জানুয়ারি ছিল ৩৫.৪০ টাকা। ২৮ জানুয়ারি কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৪৩.২০ টাকায়। অর্থাৎ এই কয়েক কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৭.৮০ টাকা বা ২২.০৩ শতাংশ বেড়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর