thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ইবনে সিনার মুনাফা বেড়েছে ১৩.২০ শতাংশ

২০২৪ জানুয়ারি ২৯ ১২:৫৫:০৯
ইবনে সিনার মুনাফা বেড়েছে ১৩.২০ শতাংশ

দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৩) ও ছয় মাসের (জুলাই-ডিসেম্বর, ২০২২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১৩.২০ শতাংশ বেড়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১১.৯২ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১০.৫৩ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ১.৩৯ টাকা বা ১৩.২০ শতাংশ বেড়েছে।

এদিকে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬.৭০ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৫.৯০ টাকা। এ হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ০.৮০ টাকা বা ১৩.৫৬ শতাংশ কমেছে।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০২.৫৯ টাকায়।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর