thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ৩ রজব 1446

ফার্মা এইডসের মুনাফায় বড় উত্থান

২০২৪ জানুয়ারি ৩১ ১১:৫৮:২৩
ফার্মা এইডসের মুনাফায় বড় উত্থান

দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইডস লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৩) ও অর্ধবার্ষিক প্রান্তিক (জুলাই-ডিসেম্বর, ২০২২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১১৮৯ শতাংশ বেড়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১০.৯০ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১.২৩ টাকা। এ হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ৯.৬৭ টাকা বা ১১৮৯ শতাংশ বেড়েছে।

এদিকে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭.২২ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৭৬ টাকা। এ হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ৬.৪২ টাকা বা ৮৫০ শতাংশ বেড়েছে।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০১.১৮ টাকায়।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর