thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

ডাকাতের ছোড়া বোমায় কৃষক নিহত

২০১৩ নভেম্বর ১৩ ১২:০৪:৫৮
ডাকাতের ছোড়া বোমায় কৃষক নিহত

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামে ডাকাতদলের ছোড়া বোমার আঘাতে স্বপন হোসেন (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

স্বপন ওই গ্রামের ইসলাম আলীর ছেলে। স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে জুগিন্দা গ্রামে ৩০/৪০ জনের সশস্ত্র ডাকাত দল হানা দেয়। ৭টি বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নেয় ডাকাতরা।

এ সময় প্রতিবেশীরা প্রতিরোধ গড়ে তুললে ডাকাত দলের সদস্যরা ৩টি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমার আঘাতে ঘটনাস্থলেই মারা যায় স্বপন। আহত হয় স্বপনের ভাগ্নে জুয়েল রানা (২০)।

রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে যায় থানায়। ডাকাতদলের সদস্যদের গ্রেফতারে পুলিশের কয়েকটি দলের অভিযান চলছে বলে জানিয়েছেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম।

(দিরিপোর্ট২৪/আর/এমসি/নভেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর