thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ মে 24, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১৩ জিলকদ  1445

এবার রিটার্ন দাখিল  ৩৬ লাখ ৬২ হাজার  টাকা

২০২৪ ফেব্রুয়ারি ০৩ ১১:০৮:০১
এবার রিটার্ন দাখিল  ৩৬ লাখ ৬২ হাজার  টাকা

দ্য রিপোর্ট প্রতিবেদক:২০২২-২৩ অর্থবছরের হিসাব অনুযায়ী দেশে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারধারীর (টিআইএন) সংখ্যা ৯৯ লাখ ৬৯ হাজার। গত৩১ জানুয়ারি পর্যন্ত এরমধ্যেআয়কর রিটার্ন জমা পড়েছে ৩৬ লাখ ৬২ হাজার ৮১টি।বিপরীতে আয়কর জমা পড়েছে ৫ হাজার ৯০১ কোটি ৬৫ লাখ টাকা।

২০২১-২২ অর্থবছরে রিটার্ন দাখিল হয়েছিল ৩০ লাখ ২৮ হাজার ৬৬১টি। বিপরীতে আয়কর আদায় হয়েছিল ৪ হাজার ৮৯৮ কোটি টাকা। এ হিসাবেআগের অর্থবছরের চেয়ে এই(২০২২-২৩) অর্থবছরে আয়কর রিটার্ন বেড়েছে প্রায় ২১ শতাংশ।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

সূত্রের তথ্য অনুসারে,আয়কর রিটার্ন আগের বছরের চেয়ে বাড়লেও টিআইএনধারীর বড় অংশ রিটার্ন জমা দেয়নি। আয়কর রিটার্ন না দেওয়ার সংখ্যা ৬৩ লাখ ৬ হাজার ৯১৯। অর্থাৎ দুই-তৃতীয়াংশ টিআইএনধারী আয়কর রিটার্ন জমা দেয়নি।

আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ জানুয়ারি। এর আগে দুইবার তারিখ পেছানো হয়। এখনো আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে, তবে জরিমানাসহ। সে হিসাবে আরও আয়কর রিটার্ন জমা পড়বে বলে মনে করছেন এনবিআর সংশ্লিষ্টরা

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর