thereport24.com
ঢাকা, বুধবার, ৬ আগস্ট 25, ২২ শ্রাবণ ১৪৩২,  ১১ সফর 1447

এবার বাংলাদেশীর উঠানে  মিয়ানমারের মর্টার শেল

২০২৪ ফেব্রুয়ারি ০৬ ১৩:০৭:০৮
এবার বাংলাদেশীর উঠানে  মিয়ানমারের মর্টার শেল

দ্য রিপোর্ট প্রতিবেদক:মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলে বাংলাদেশে দুইজন নিহত হওয়ার ১২ ঘণ্টা পার না হতেই আবারও এমন ঘটনা ঘটেছে। এবারে বাংলাদেশের ঘুমধুম এলাকায় এক ব্যক্তির বাড়ির উঠানে মিয়ানমারের মর্টার শেল এসে পড়েছে।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সকালে ঘুমধুম ইউপির ৪ নম্বর ওয়ার্ড মধ্যম পাড়ার সৈয়দ নূরের বাগানে এসে পড়ে মর্টার শেলটি।

ঘুমধুম ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন জানান, গতকাল মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বিস্ফোরণে এক বাংলাদেশে দুইজন নিহত হন। এ ঘটনার পর আজ (মঙ্গলবার) ভোরে মধ্যম পাড়ার সৈয়দ নূরের আম বাগানে বেশ কিছু গুলি ও একটি মর্টার শেল এসে পড়েছে। তবে এতে নতুন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর