thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

কাজি সালাউদ্দিনকে দেখতে যাবেন পাপন

২০২৪ ফেব্রুয়ারি ০৬ ১৩:৫২:৫৫
কাজি সালাউদ্দিনকে দেখতে যাবেন পাপন

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাফুফে সভাপতি কাজি সালাউদ্দিনের ওপেন হার্ট সার্জারি হয়েছে কিছুদিন আগেই। অপারেশনের পর থেকে বিশ্রামে আছেন তিনি।

তার সঙ্গে দেখা করতে আগামীকাল সকালে সালাউদ্দিনের বারিধারাস্থ বাসায় যাবেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

নাজমুল হাসান পাপন ক্রীড়া মন্ত্রী হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পরপরই বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। সালাউদ্দিনকে দেখতে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। সালাউদ্দিন বাইপাস সার্জারি করে বাসায় থাকলেও চিকিৎসকের নির্দেশনায় চলছেন।

গত ২৮ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কাজী মো. সালাউদ্দিনের হৃদযন্ত্রের ব্লক অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়। দীর্ঘ ২৫ দিন হাসপাতালে থেকে বাসায় ফেরেন ৯ জানুয়ারি। তারপর থেকে তিনি ডাক্তারের পরামর্শে বাসায়ই বিশ্রাম নিচ্ছেন।

বুকে ব্যথা নিয়ে গত ১৬ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই কিংবদন্তি ফুটবলার। পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে কয়েকটি ব্লক ধরা পরে। চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে বাফুফে সভাপতির হার্টের ব্লক অপসারণ করেন। বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের পর এক দিন সাক্ষাতে যেতে পারেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর