thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

মিয়ানমার সীমান্তে জনশূন্য সাতগ্রাম

২০২৪ ফেব্রুয়ারি ০৭ ১১:৪৯:৪৬
মিয়ানমার সীমান্তে জনশূন্য সাতগ্রাম

দ্য রিপোর্ট প্রতিবেদক:মিয়ানমারে জান্তা সরকারের সেনাবাহিনীর সঙ্গে দেশটির বিদ্রোহীদের সংঘর্ষে বাংলাদেশ সীমান্তের গ্রামগুলো আতঙ্ক বিরাজ করছে। সীমান্তের ওপাড় থেকে ছোঁড়া গুলি ও মর্টারশেল সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে এসে পড়ছে। এরইমধ্যে এক বাংলাদেশিসহ দুজন নিহত হয়েছে। আর আহত হয়েছেন বেশ কয়েকজন। এমতাবস্থায়, আতঙ্কে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম ইউনিয়নের সাতটি গ্রাম জনশূণ্য হয়ে গেছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেন জানান, উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সোমবার থেকে এ পর্যন্ত সাতটি পাড়ার ৪০টি পরিবারের শতাধিক লোক আশ্রয় নিয়েছেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর