thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

এশিয়ান কাপের ফাইনালে  জর্ডান

২০২৪ ফেব্রুয়ারি ০৭ ১১:৫৫:২০
এশিয়ান কাপের ফাইনালে  জর্ডান

দ্য রিপোর্ট ডেস্ক:প্রথমবারের মতো এশিয়ান কাপের ফাইনালে উঠে উচ্ছ্বাস যেন থামছেই না জর্ডানের। দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী এক প্রতিপক্ষকে হারিয়ে তারা প্রতিযোগিতার ফাইনাল নিশ্চিত করে আনন্দে ভাসছে।

কাতারের আল রাইয়ানে প্রথম সেমি-ফাইনালে গতকাল রাতে দক্ষিণ কোরিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে জর্ডান।

ফিফা র‌্যাংকিংয়ে জর্ডানের অবস্থান ৮৭ নম্বরে। অপরদিকে দক্ষিণ কোরিয়ার অবস্থান ২৩ নম্বরে। টানা ১৩ ম্যাচ অপরাজিত থেকে মাঠে নামা দক্ষিণ কোরিয়া শেষ পর্যন্ত পারল না জর্ডানের সঙ্গেই। স্মরণীয় এই জয়ের নায়ক মুসা আল-তামারি। সতীর্থকে দিয়ে দলের প্রথম গোলটি করান তিনি, পরে নিজে করেন দুর্দান্ত এক গোল।

আহমাদ বিন আলি স্টেডিয়ামে প্রথমার্ধে গোল হয়নি কারও। বিরতির পর ৫৩তম মিনিটে এগিয়ে যায় জর্ডান। মুসার দারুণ পাস বক্স থেকে চিপ শটে জালে পাঠান ইয়াজান আল নাইমাত। ৬৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুসা। নিজের অর্ধ থেকে বল টেনে নিয়ে বেশ কয়েকজনকে কাটিয়ে বক্স থেকে চোখ জুড়ানো এক গোল করেন তিনি। শেষ পর্যন্ত দুই গোলের লিড ধরে রেখেই আনন্দে ভাসে জর্ডান।

দ্বিতীয় সেমি-ফাইনালে বুধবার এশিয়ান কাপের তিনবারের চ্যাম্পিয়ন ইরানের মুখোমুখি হবে স্বাগতিক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কাতার। জয়ী দলের বিপক্ষে আগামী শনিবার শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে জর্ডান।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর