thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ৩ রজব 1446

প্রথম দুই ঘণ্টায়  হাজার কোটি ছাড়ালো লেনদেন

২০২৪ ফেব্রুয়ারি ০৮ ১৩:০৪:৫১
প্রথম দুই ঘণ্টায়  হাজার কোটি ছাড়ালো লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক:সপ্তাহের শেষ দিনে চাঙ্গা অবস্থায় লেনদেন চলছে। প্রথম দুই ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। তবে সূচকে ছিল মিশ্র অবস্থা।

এদিন সূচকের ইতিবাচক ধারায় বাজারে লেনদেন শুরু হয়। বেলা ১২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৬ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৮৯ দশমিক ১৭ পয়েন্টে উন্নীত হয়।ন্টে উন্নীত হয়।

বাজার মূলধনে শীর্ষ ৩০ কোম্পানি নিয়ে গঠিত সূচক ডিএস৩০ সূচক এ সময়ে অবস্থান করছিল ২ হাজার ১৪০ দশমিক ১৩ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৪ দশমিক ৮৫ পয়েন্ট বেশি।

অন্যদিকে বৃহস্পতিবার শরীয়াসূচক ডিএসইএস ১ দশমিক ৩১ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৬ দশমিক ১৮ পয়েন্টে দাঁড়ায়।

বেলা ১১টা পর্যন্ত সময়ে ৩৯১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে শেয়ারের দর বৃদ্ধি পায় ২৬৭টির । দর হারায় ৮৬ কোম্পানির শেয়ার। অন্যদিকে ৩৮ কোম্পানির শেয়ারের দর ছিল অপরিবর্তিত।

ডিএসইতে প্রথম এক ঘণ্টায় লেনদেনের পরিমাণ দাঁড়ায় এক হাজার চার কোটি ৮১ লাখ টাকা।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর