thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

বাণিজ্য মেলায় অর্ধেক দামে মিনিস্টারের হিউম্যান কেয়ার পণ্য  

২০২৪ ফেব্রুয়ারি ০৮ ১৩:১৩:২১
বাণিজ্য মেলায় অর্ধেক দামে মিনিস্টারের হিউম্যান কেয়ার পণ্য
 

দ্য রিপোর্ট প্রতিবেদক:২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা - ২০২৪ উপলক্ষে মিনিস্টারের প্যাভিলিয়নে হিউম্যান কেয়ার পণ্যের উপর চলছে আকর্ষণীয় অফার। এর মধ্যে রয়েছে কম্বো প্যাকেজ অফার যেখানে প্রায় অর্ধেক দামে পাওয়া যাচ্ছে নির্ধারিত পণ্যগুলো। কম্বো প্যাকেজ অফার ছাড়াও সকল হিউম্যান কেয়ার পণ্যের উপর ফ্ল্যাট ৩০% মূল্যছাড় চলছে। মিনিস্টারের প্যাভিলিয়নে ইলেকট্রনিক্স পণ্যের পাশাপাশি হিউম্যান কেয়ার পণ্যেও দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভীড়।

হিউম্যান কেয়ার পণ্যগুলোর মধ্যে রয়েছে ফ্লাশ ফ্লোর ক্লিনিং লিকুইড, ফ্লাশ টয়লেট ক্লিনার, হেক্সিন হ্যান্ডস্যানিটাইজার স্প্রে, মিনিস্টার ব্রাইট ওয়াশ ডিটারজেন্ট পাউডার, চাঁদ ডিশওয়াশিং লিকুইড, চাঁদ ফেব্রিক ব্রাইটনার, মিনিস্টার ওয়ান ওয়াশ, মিনিস্টার সেফ লাইফ সার্জিকাল মাস্ক, মিনিস্টার ফ্লোর ক্লিনার, মিনিস্টার সেফটি প্লাস গ্লাস ক্লিনার, মিনিস্টার সেফটি প্লাস হ্যান্ডওয়াশ, মিনিস্টার আল্ট্রা ওয়াশ ইত্যাদি। উক্ত পণ্যগুলোতে মেলায় পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য ৩০% মূল্যছাড়ে।

মূলত ৩টি ক্যাটাগরিতে (সিলভার, গোল্ড ও ডায়মন্ড) চলছে কম্বো প্যাকেজ অফারগুলো। ‘সিলভার’ অফারের পণ্যগুলোর একত্রিত বাজার মূল্য ৫৫৫ টাকা কিন্তু অফারে পাওয়া যাচ্ছে মাত্র ৩০০টাকায়। সিলভার প্যাকেজের পণ্যগুলোর মধ্যে রয়েছে মিনিস্টার হ্যান্ডওয়াশ, চাঁদ ডিশওয়াশিং লিকুইড, ফ্লাশ টয়লেট ক্লিনার, সেফটি প্লাস ফ্লোর ক্লিনার, ওয়ান ওয়াশ। একইভাবে ‘গোল্ড’ অফারের সকল পণ্যের বাজার মূল্য ৮০০ টাকা যা অফারে পাওয়া যাচ্ছে ৫০০ টাকায়। গোল্ড প্যাকেজে রয়েছে ব্রাইট ওয়াশ, ফ্লাশ টয়লেট ক্লিনার, সেফটি প্লাস ফ্লোর ক্লিনার, চাঁদ ডিশওয়াশিং লিকুইড, মিনিস্টার হ্যান্ডওয়াশ, সেফটি প্লাস গ্লাস ক্লিনার। এবং ‘ডায়মন্ড’ অফারের পণ্যগুলোর বাজার মূল্য ১,৩২৫ টাকা যা পাওয়া যাচ্ছে মাত্র ৮০০ টাকায়। ডায়মন্ড অফারে রয়েছে ব্রাইট ওয়াশ, ফ্লাশ টয়লেট ক্লিনার, সেফটি প্লাস ফ্লোর ক্লিনার, চাঁদ ডিশওয়াশিং লিকুইড, মিনিস্টার হ্যান্ডওয়াশ, সেফটি প্লাস গ্লাস ক্লিনার, ফ্লাশ বাথরুম ক্লিনিং লিকুইড, আল্ট্রা ওয়াশ।

হিউম্যান কেয়ার প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইলে কোম্পানির হেড অব ব্র্যান্ড সোহেল কিবরিয়া বলেন, “হিউম্যান কেয়ার মূলত মিনিস্টারের হাইজিন পণ্যের প্রোডাক্ট লাইন। করোনাকালীন সময় থেকে আমরা জনসাধারণের কথা চিন্তা করে সুলভ মূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে যাত্রা শুরু করলেও ২০২০ সালের অক্টোবর মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করি। সারা বাংলাদেশে জুড়ে বিভিন্ন দোকানে কিংবা সুপারশপে পাওয়া যাচ্ছে এই পণ্যগুলো । এরই ধারাবাহিকতায় এবার ২৮ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়ও হিউম্যান কেয়ার পণ্যের প্যাভিলিয়নে দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভীড়। ক্রেতাদের চাহিদার উপর ভিত্তি করে সাশ্রয়ী মূল্যে বিভিন্ন প্যাকেজ অফার দেওয়া হয়েছে। আশা করি এই চাহিদা পুরো মেলাজুড়েই অব্যাহত থাকবে।”

২১শে জানুয়ারি থেকে শুরু হওয়া ২৮ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রাঙ্গণে হল ‘এ’-এর পিএস ৪১, জিএস ৪৪, ৪৫ নং প্যাভিলিয়নে ক্রেতারা পেয়ে যাবেন মিনিস্টারের সকল পণ্য। মিনিস্টারের সর্বশেষ অফার বা যেকোনো তথ্য জানতে ভিজিট করুন https://ministerbd.com/ অথবা যোগাযোগ করুন হটলাইনঃ 09606 700 700 / ০৯৬০৬ ৭০০ ৭০০ নম্বরে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর