thereport24.com
ঢাকা, বুধবার, ৮ মে 24, ২৫ বৈশাখ ১৪৩১,  ২৯ শাওয়াল 1445

স্বাস্থ্য পরীক্ষা শেষে  বাসায় ফিরেছেন  খালেদা জিয়া

২০২৪ ফেব্রুয়ারি ০৯ ০৯:৩৬:১৩
স্বাস্থ্য পরীক্ষা শেষে  বাসায় ফিরেছেন  খালেদা জিয়া

দ্য রিপোর্ট প্রতিবেদক:স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বলেন, “আজ ম্যাডামকে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে নেওয়া হয়েছিল। উনার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়।… যে মেডিকেল বোর্ড আছে, তারা চিকিৎসাপত্র দিয়েছেন।

“ম্যাডাম সুস্থ বোধ করায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে উনাকে বাসায় নিয়ে আসা হয়েছে।” বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। সেখান থেকে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন রাত ১২টায়।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। অধ্যাপক শাহবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক এসএম জাফর ইকবালের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। অধ্যাপক জাহিদ হোসেন বলেন, আশু আরোগ্য কামনায় দোয়া করায় দলের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খালেদা জিয়া।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর