thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১,  ১৩ রবিউল আউয়াল 1446

রংপুরের হয়ে খেলতে ঢাকায় ইমরান তাহির

২০২৪ ফেব্রুয়ারি ১০ ১৩:২২:৩৪
রংপুরের হয়ে খেলতে ঢাকায় ইমরান তাহির

দ্য রিপোর্ট ডেস্ক:বিপিএলের মাঝপথে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য চলে গেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। আফগানিস্তান-শ্রীলঙ্কার ক্রিকেটারদেরও সিরিজ চলছে।

তাদের ঘাটতি পূরণে নতুন নতুন ক্রিকেটার নিয়ে আসছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

টম মুরস, জিমি নিশামের পর এবার দক্ষিণ আফ্রিকান তারকা লেগ স্পিনার ইমরান তাহিরকে উড়িয়ে এনেছে রংপুর রাইডার্স। শনিবার সকালে বাংলাদেশে এসেছেন তিনি।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ বড় নাম তাহির। টি-টোয়েন্টিতে রয়েছে সমৃদ্ধ ক্যারিয়ারও। ৩৯১ ম্যাচ খেলে তিনি নিয়েছেন ৪৮৭ উইকেট। ওভারপ্রতি ৬.৯৫ গড়ে রান দিয়েছেন ইমরান।

বিপিএলে অবশ্য এর আগেও এসেছেন ইমরান তাহির। খেলেছেন দুরন্ত রাজশাহীর হয়ে। এবার তিনি খেলতে আসছেন বিপিএলের একবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের হয়ে খেলতে।

এবারের আসরে বাবর আজম, নিকোলাস পুরান, ওয়ানিন্দু হাসারাঙ্গাদের মতো তারকা বিদেশিদের দলে ভিড়িয়েছে রংপুর। তাদের কেউ খেলে গেছেন, কেউ এখনও অপেক্ষায় আসার। এর সঙ্গে আছেন সাকিব আল হাসান, শেখ মাহেদী হাসানের মতো দেশি ক্রিকেটাররাও।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর