thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১,  ২৯ রবিউল আউয়াল 1446

ডামি আন্দোলন করে সরকার পতন ঘটানো যাবে না:  গণঅধিকার

২০২৪ ফেব্রুয়ারি ১২ ১২:২৫:২৯
ডামি আন্দোলন করে সরকার পতন ঘটানো যাবে না:  গণঅধিকার

দ্য রিপোর্ট প্রতিবেদক:‘ডামি সরকার’র বিরুদ্ধে ‘ডামি আন্দোলন’ করে পতন ঘটানো যাবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের (একাংশ)সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে আমাদের শক্ত আন্দোলন গড়ে তুলতে হবে। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে পারেনি, এটার দায় আমাদের সবার। রাজনৈতিক দলগুলোকে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।

জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

রাশেদ আরও বলেন, ১৯৯০ সালে সব রাজনৈতিক দল যুগপৎ আন্দোলন করেছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ-জামায়াত-জাতীয় পার্টি যুগপৎ আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেছে। কিন্তু নির্বাচনের আগে দলগুলোর মধ্যে মতপার্থক্য দলগুলোকে এক কাতারে আনতে পারেনি। আমরা যদি বিভেদ ভুলে রাজপথে একতাবদ্ধ হয়ে নামতে না পারি, তাহলে যুগের পর যুগ এই ফ্যাসিবাদ সরকার ক্ষমতায় থেকে যাবে। রাজনৈতিক দলগুলোর এই ব্যর্থতার জন্য জনগণকে ভুক্তভোগী হতে হবে। জনগণ যার জন্য দলগুলোর কাছে জবাবদিহিতা চাইতে পারে।
ছাত্র অধিকার পরিষদের তিতুমীর কলেজ শাখার সভাপতি আফতাব মাহমুদ মানববন্ধনে সভাপতিত্ব করেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর