thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ৩ রজব 1446

আইএফআইসি ব্যাংকের শেয়ারে বড় চমক

২০২৪ ফেব্রুয়ারি ১২ ১২:৫৭:৫৪
আইএফআইসি ব্যাংকের শেয়ারে বড় চমক

দ্য রিপোর্ট প্রতিবেদক:চাঙ্গা পুঁজিবাজারে ব্যাংকিং খাতের শেয়ারে চমক দেখা যাচ্ছে। প্রতিদিনই বিভিন্ন ব্যাংকের শেয়ারের দাম ও লেনদেন বাড়ছে। তবে এর মধ্যে সম্ভবত সবচেয়ে বড় চমক দেখিয়েছে আইএফআইসি ব্যাংকের শেয়ার। সর্বশেষ ১৩ কার্যদিবসে ব্যাংকটির শেয়ারের দাম ৪৯ শতাংশ বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে প্রাপ্ত পরিসংখ্যান বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

সূত্র অনুসারে, দীর্ঘদিন ধরে আরও অনেক কোম্পানির মতো আইএফআইসি ব্যাংকের শেয়ারও ফ্লোরপ্রাইসে আটকে ছিল। ইউক্রেন-রাশিয়া যুদ্ধজনিত পরিস্থিতিতে বাজারে দর পতন ঠেকাতে ২০২২ সালের ডিসেম্বর মাসে বাজারে ফ্লোরপ্রাইস আরোপ করেছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রায় ১৮ মাস পর গত ১৮ জানুয়ারি ৩৫ কোম্পানি ব্যাতিত বাকীগুলোর উপর থেকে তা প্রত্যাহার করে নেওয়া হয়, যা ২১ জানুয়ারি কার্যকর হয়।

ফ্লোরপ্রাইসের শেষ কার্যদিবসে ডিএসইতে আইএফআইসি ব্যাংকের শেযারের দাম ছিল ১১ টাকা ২০ পয়সা। ফ্লোরপ্রাইস প্রত্যাহারের পর টানা দুদিন শেয়ারের দর হারায় ব্যাংকটি। এ সময়ে শেয়ারের দাম কমে ১১ দশমিক ৬১ শতাংশ। এর দাম দাঁড়ায় ৯ টাকা ৯০ পয়সা।

ফ্লোরপ্রাইস প্রত্যাহারের তৃতীয় দিনে এসে ঘুরে দাঁড়ায় এই ব্যাংকের শেয়ার। এদিন ডিএসইতে শেয়ারটির দর বৃদ্ধি পায় প্রায় ৯ শতাংশ। এরপর থেকে থেমে থেমে দর বেড়েছে ব্যাংকটির শেয়ারের। পরবর্তী ১২ কার্যদিবসের মধ্যে মাত্র ৩ দিন শেয়ারটির দাম কমেছে, বেড়েছে ৯ দিন।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর