thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১,  ৬ রবিউস সানি 1446

টাঙ্গাইলের শাড়ি আমাদের, আমাদেরই থাকবে: বস্ত্রমন্ত্রী 

২০২৪ ফেব্রুয়ারি ১৪ ১৬:০৪:২৭
টাঙ্গাইলের শাড়ি আমাদের, আমাদেরই থাকবে: বস্ত্রমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, টাঙ্গাইলের শাড়ির জিআই সনদ আগেই ঘোষণা করা উচিত ছিল। টাঙ্গাইলের শাড়ি আমাদের, তা আমাদেরই থাকবে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে বিজিএমইএ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, যেসব বস্ত্রের জিআই সনদ নিতে হবে সেগুলোর জন্য কাজ চলছে। তৈরি পোশাক শিল্পের যে সকল সংকট আছে তা মোকাবিলায় কাজ করছে সরকার। কোনভাবেই তৈরি পোশাক শিল্পের উৎপাদন যেন ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে।

মন্ত্রী বলেন, তৈরি পোশাক আমাদের প্রধান রপ্তানি খাত, তাই এ শিল্পের সঙ্গে জড়িত সকল ইস্যু সরকার গুরুত্বের সঙ্গে দেখে। গ্যাস ও বিদ্যুতের কারণে কোনভাবেই শিল্প যেন ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে খেয়াল রাখা হবে।

মন্ত্রী আরও জানান, পাটের উৎপাদন বৃদ্ধিতেও তার মন্ত্রণালয় নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে, তা শিগগিরই দৃশ্যমান হবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর