thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

সূচকের পতনে লেনদেন শেষ

২০২৪ ফেব্রুয়ারি ১৪ ১৬:১২:১২
সূচকের পতনে লেনদেন শেষ

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে আজ। পাশাপাশি গতদিনের তুলনায় লেনদেন অনেকটাই কমেছে।

ঢাকা স্টক এক্চেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ (১৪ ফেব্রুয়ারি) ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। লেনদেনে অংশ নিয়েছে ৩৯৫ টি কোম্পানি। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ৭৯ টির, কমেছে ২৭৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৩ দশমিক ২৭ পয়েন্ট কমে ৬ হাজার ৩৭১ পয়েন্টে নেমে আসে।

এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ১৯ পয়েন্ট কমেছে। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ৩৯১ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ সূচক ০ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইতে ১ হাজার ১৭৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৬৪৬ কোটি ৪১ লাখ টাকা।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর