thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ৩ রজব 1446

লেনদেনের শীর্ষে বেস্ট হোল্ডিংস

২০২৪ ফেব্রুয়ারি ১৪ ১৬:২৫:৫৩
লেনদেনের শীর্ষে বেস্ট হোল্ডিংস

দ্য রিপোর্ট প্রতিবেদক:মূল্যসূচকের পতনে শেষ হওয়া ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের শীর্ষে আজ (১৪ ফেব্রুয়ারি) উঠে এসেছে বেস্ট হোল্ডিংস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, বেস্ট হোল্ডিংসের ২ কোটি ৬৭ লাখ ০১ হাজার ৩১৭ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২১ কোটি ৪০ লাখ ৪১ হাজার টাকা। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তৌফিকা ফুডস এবং লাভলো আইসক্রিম পিএলসি। যার শেয়ার লেনদেন হয়েছে ৫০ কোটি ৬২ লাখ ৩৪ হাজার টাকার।

৪২ কোটি ৪২ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর লেনদেন হয়েছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজের ২৮ কোটি ৯১ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ২৮ কোটি ৩৮ লাখ টাকা, ওরিয়ন ফার্মার ২৮ কোটি ৮ লাখ টাকা, আফতাব অটোমোবাইলসের ২৭ কোটি ২৫ লাখ টাকা, মালেক স্পিনিং মিলসের ২২ কোটি ৩৫ লাখ টাকা, আইএফআইসি ব্যাংকের ২০ কোটি ৪৮ লাখ টাকা, এবি ব্যাংকের ১৭ কোটি ৭৯ লাখ টাকা।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর