thereport24.com
ঢাকা, শনিবার, ১১ মে 24, ২৮ বৈশাখ ১৪৩১,  ৩ জিলকদ  1445

টি-টোয়েন্টিতে  ইমরান তাহিরের ইতিহাস

২০২৪ ফেব্রুয়ারি ১৫ ১৪:৫৯:১২
টি-টোয়েন্টিতে  ইমরান তাহিরের ইতিহাস

দ্য রিপোর্ট প্রতিবেদক:ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টির ইতিহাস গড়েছেন ইমরান তাহির। দক্ষিণ আফ্রিকার এই লেগ স্পিনার বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন।

এর আগে টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার ডোয়েন ব্রাভো, আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান ও উইন্ডিজের তারকা স্পিনার সুনীল নারিন ৫০০ উইকেট শিকারের কীর্তি গড়েন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান ১০ম আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলতে এসে ৫০০ উইকেট শিকারের কীর্তি গড়লেন ইমরান তাহির।

মঙ্গলবার খুলনা টাইগার্সের মুখোমুখি হয় রংপুর। সেই ম্যাচে আগে ব্যাট করে সাকিব আল হাসান (৬৯) ও শেখ মেহেদির (৬০) জোড়া ফিফটিতে ভর করে ৫ উইকেটে ২১৯ রান করে রংপুর।

টার্গেট তাড়া করতে নেমে ইমরান তাহিরের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ১৮.২ ওভারে ১৪১ রানে অলআউট হয় খুলনা। ৪ ওভারে ২৬ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ইমরান তাহির।

এদিন ৫ উইকেট শিকারের মধ্য দিয়ে ৫০০ উইকেট শিকারের মাইলফলকে পৌঁছান ইমরান তাহির।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর