thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

১৫ দিনে  বই প্রকাশিত  ১৩২৬টি

২০২৪ ফেব্রুয়ারি ১৬ ১১:২৪:৫৬
১৫ দিনে  বই প্রকাশিত  ১৩২৬টি

দ্য রিপোর্ট প্রতিবেদক:বইমেলার ১৫তম দিনে (বৃহস্পতিবার) কবিতা গ্রন্থ ২৪টি, গল্প গ্রন্থ ১১টি, উপন্যাস ৮টি, প্রবন্ধ গ্রন্থ ১২টি, অনুবাদ গ্রন্থ ৪টি, ধর্মীয় গ্রন্থ ৩টি ও অন্যান্য ১৬টি গ্রন্থসহ নতুন বই এসেছে ৯৭টি। এ নিয়ে ১৫ দিনে মোট বই প্রকাশিত হলো ১৩২৬টি।

বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

অমর একুশে বইমেলার ১৬তম দিন আজ শুক্রবার। মেলা শুরু হবে সকাল ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত মেলায় থাকবে শিশুপ্রহর। সকাল ১০টায় বইমেলার মূলমঞ্চে অমর একুশে শিশু-কিশোর আবৃত্তি প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ: ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন হারিসুল হক। আলোচনায় অংশগ্রহণ করবেন ফজিলাতুন নেছা মালিক এবং এস এম মোস্তফা জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক এ বি এম আবদুল্লাহ।

পাঠকের মতামত:

SMS Alert

সাহিত্য এর সর্বশেষ খবর

সাহিত্য - এর সব খবর