thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

মিয়ানমার সীমান্তে যাই হোক বিজিবি সতর্ক অবস্থানে:  স্বরাষ্ট্রমন্ত্রী 

২০২৪ ফেব্রুয়ারি ১৬ ১৮:৪০:০৮
মিয়ানমার সীমান্তে যাই হোক বিজিবি সতর্ক অবস্থানে:  স্বরাষ্ট্রমন্ত্রী 

দ্য রিপোর্ট ডেস্ক:মিয়ানমার সীমান্তে যাই হোক সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। অবৈধভাবে অনুপ্রবেশ কিংবা অস্ত্র নিয়ে প্রবেশের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সীমান্ত পেরিয়ে ওপার থেকে যে কয়েকজন অস্ত্র নিয়ে অবৈধভাবে প্রবেশ করেছে তারা সবাই বিজিবির হাতে ধরা পড়েছে।

নোবেলজয়ী ড. ইউনূসের গ্রামীণ টেলিকম ভবন দখলের অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী সব হচ্ছে। পুলিশ ও সরকারের এতে কোনো হস্তক্ষেপ নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপি নিশ্চিত ছিলো সুষ্ঠু নির্বাচন হলে তারা কখনো ক্ষমতায় আসবে না। তাই তারা আসেনি। তাই এখন সরকার উৎখাতে তাদের ডাকে সাধারণ মানুষ আর সাড়া দেয় না।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর