thereport24.com
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২০ জমাদিউল আউয়াল 1446

ফের দেশে ঢুকলো গুলিবিদ্ধ ৫  রোহিঙ্গা

২০২৪ ফেব্রুয়ারি ১৮ ১১:১৬:১৬
ফের দেশে ঢুকলো গুলিবিদ্ধ ৫  রোহিঙ্গা

দ্য রিপোর্ট প্রতিবেদক:মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশে ঢুকল আরও পাঁচজন রোহিঙ্গা। এর মধ্যে একজন গুলিবিদ্ধ নারীও রয়েছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাট দিয়ে তারা অনুপ্রবেশ করেছেন।

টেকনাফের সাবারাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, নাফ নদী পাড়ি দিয়ে বিকেলে একটি ডিঙি নৌকায় মিয়ানমার থেকে পাঁচ রোহিঙ্গা এসে আমাদের জেটি ঘাটে এসে পৌঁছায়।

পরে আমরা বিজিবিকে খবর দিলে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। শুনেছি মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে যুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তারা এখানে চিকিৎসা নিতে এসেছেন।

এ বিষয়ে জানতে ২ বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহিউদ্দিন আহমেদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর