thereport24.com
ঢাকা, বুধবার, ১ মে 24, ১৮ বৈশাখ ১৪৩১,  ২২ শাওয়াল 1445

২১শে ফেব্রুয়ারি ঘিরে  কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি: র‍্যাব 

২০২৪ ফেব্রুয়ারি ২০ ১২:১৯:৫৭
২১শে ফেব্রুয়ারি ঘিরে  কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি: র‍্যাব 

দ্য রিপোর্ট প্রতিবেদক:আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবসকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে শহিদ মিনার এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

র‍্যাব মহাপরিচালক বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবসকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। তবে যে কোনো ধরনের নাশকতা রোধে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসময় সাংবাদিকদের তিনি বলেন, শহিদ মিনারের আশেপাশে সাদা পোশাকে থাকবে র‍্যাবের গোয়েন্দা সদস্যরা। এছাড়া ডগ স্কোয়াড, সিসিটিভি ক্যামেরা, হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে পুরো এলাকা রাখা হবে নজরদারির মধ্যে।

যেকোনো উসকানি নিয়ন্ত্রণে ভার্চুয়াল জগতে র‍্যাবের সাইবার টিম কাজ করবে। কেন্দ্রীয় শহিদ মিনারের পাশাপাশি সারাদেশের সব অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করবে র‍্যাব।

এছাড়াও গতকাল সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসকে ঘিরে কোনও ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। তারপরও সব ধরনের নিরাপত্তা হুমকি বিশ্লেষণ করে ব্যবস্থা নিয়েছে পুলিশ। সব আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর