thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১,  ১৯ মহররম 1446

এশিয়া কাপ আর্চারিতে ব্রোঞ্জ বাংলাদেশের

২০২৪ ফেব্রুয়ারি ২৫ ১২:১০:০৮
এশিয়া কাপ আর্চারিতে ব্রোঞ্জ বাংলাদেশের

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাগদাদে এশিয়া কাপ আর্চারির স্টেজ ওয়ানে কম্পাউন্ড মিশ্রতে বাংলাদেশকে ব্রোঞ্জ এনে দিয়েছেন তপু রায় ও মেঘলা রানী। ইরাকের দুই আর্চার ফাতিমা সাদ ও এশাখ আল দাঘমানকে ১৪৮-১৪৫ পয়েন্টে হারিয়েছেন তারা।

২০২২- এ শারজায় এশিয়া কাপের স্টেজ ওয়ানেই কম্পাউন্ডে সর্বশেষ পদক জিতেছিল বাংলাদেশ।

কম্পাউন্ডে তপু-মেঘলা দুজনই নতুন আর্চার। ব্রোঞ্জের লড়াইয়ে প্রথম দুই সেটে ৩৬-৩৪, ৩৭-৩৬ পয়েন্টে জিতে নেন তারা। পরের দুই সেট ড্র হয় ৩৭-৩৭, ৩৮-৩৮ ব্যবধানে। এর আগের সেমিফাইনালে ভারতের আদিতি গোপিচাঁদ ও প্রথমেশ সামাধানের কাছে ১৫৭-১৪৬ ব্যবধানে হারেন তপু-মেঘলা। সেই ভারতীয় জুটি পরে ইরানকে হারিয়ে জিতে নেয় স্বর্ণ।

এদিকে, বাগদাদে আসরের শেষ দিনে আগামীকাল দুটি ইভেন্টে সোনার লড়াইয়ে নামবে বাংলাদেশ। রিকার্ভে ছেলেদের দলগত ও মিশ্র সেই দুই লড়াইয়েই বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ছেলেদের ইভেন্টে খেলবেন হাকিম আহমেদ, সাগর ইসলাম ও আব্দুর রহমান। হাকিম-দিয়া সিদ্দিকী লড়বেন মিশ্রতে। হাকিম এককেও ব্রোঞ্জের লড়াইয়ে আছেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর