thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না দুই কোম্পানি

২০২৪ ফেব্রুয়ারি ২৭ ১১:৫৩:০৮
শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না দুই কোম্পানি

দ্য রিপোর্ট প্রতিবেদক:শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাঠানো এ সংক্রান্ত একটি নোটিশের জবাবে এমনটিই জানিয়েছে লাভেলো আইসক্রিম এবং এস্কয়ার নিট।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি এবং এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি।

সূত্র মতে, কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিগুলো জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

গত ২৯ জানুয়ারি লাভেলো আইসক্রিমের শেয়ার প্রতি দর ছিল ২৯ টাকা ৮০ পয়সা। গত ১৮ ফেব্রুয়ারি শেয়ার প্রতি দর বেড়ে দাঁড়িয়েছে ৫১ টাকা ৯০ পয়সায়। মাত্র ১৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২২ টাকা ১০ পয়সা।

এস্কয়ার নিটের গত ১৮ ফেব্রুয়ারি শেয়ার প্রতি দর ছিল ২৩ টাকা ৫০ পয়সা। গত রোববার ২৫ ফেব্রুয়ারি শেয়ার প্রতি দর বেড়ে দাঁড়িয়েছে ৩০ টাকা ৩০ পয়সায়। মাত্র ৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬ টাকা ৮০ পয়সা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর