thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

সূচকের উত্থানে লেনদেন শেষ

২০২৪ ফেব্রুয়ারি ২৭ ১৯:৫৫:৪৭
সূচকের উত্থানে লেনদেন শেষ

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে শেষ হয়েছে সপ্তাহের তৃতীয় কার্যদিবস। পাশাপাশি গতদিনের তুলনায় লেনদেন অনেকটাই বেড়েছে। আজ ডিএসইতে ৮৯৮ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্চেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আজ (২৭ ফেব্রুয়ারি) ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। লেনদেনে অংশ নিয়েছে ৩৯৫ টি কোম্পানি। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ১৮৩ টির, কমেছে ১৫২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০ টির।

এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭২ পয়েন্টে এসেছে।

এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ০৯ পয়েন্ট বেড়েছে। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ৩৬২ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ সূচক ০ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর