thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

বিপিএল না হলে আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যায়:  মুশফিক

২০২৪ ফেব্রুয়ারি ২৯ ১০:৫১:৫৭
বিপিএল না হলে আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যায়:  মুশফিক

দ্য রিপোর্ট প্রতিবেদক: ‘সার্কাসের মতো’ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে ঘিরে এমন সমালোচনা করেছেন খোদ জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। পরে তিনি বলেছেন বিপিএল দেখার সময় মাঝেমধ্যে বিরক্ত হয়ে টিভি বন্ধ করে দিয়েছেন।

এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

দেশের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। বিপিএলকেও তিনি দেখছেন একেবারে শুরু থেকেই। এবারের বিপিএলেও তার দল উঠেছে ফাইনালে। দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে ফরচুন বরিশাল ফাইনালে উঠার পর সংবাদ সম্মেলনে আসেন মুশফিকুর রহিম।

তার কাছেও বিপিএলের মান নিয়ে জানতে চাওয়া হয় হাথুরুসিংহের মন্তব্যের কথা উল্লেখ করে। অভিজ্ঞ এই ক্রিকেটার অবশ্য সন্তুষ্ট বিপিএল নিয়ে। তিনি টেনে এনেছেন ক্রিকেটারদের আয়ের প্রসঙ্গটিও।

মুশফিক বলেন, ‘প্রথমত বিপিএল না হলে আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যায়। এটা ভাই মোদ্দা কথা। বিপিএলে যে পারিশ্রমিক পায় জাতীয় দলে কেউ যদি টপ পেইড স্যালারি হয় ২-৩ বছর খেলে তাহলে হয়তো ইনকাম করতে পারবেন। এটার মান যদি খারাপ হয় এটা কোন দিক দিয়ে করেন। কেউ চাইবে না এখানে এসে খারাপ খেলে পরের বছর আনসোল্ড থেকে টিভিতে বসে খেলা দেখবে। ’

‘কোয়ালিটি অনেক উঁচুতে। হ্যাঁ এটা বলতে পারেন যে ১-২টা পিচ একটু এদিক-সেদিক হতে পারে। এই বছর অনেক ভালো ছিল পিচ। খেলার কোয়ালিটি অনেক ভালো হয়েছে আগের তুলনায়। যারা বলেছে তারা কোন মর্মে বলেছেন তাদের জিজ্ঞেস করেন। বিপিএলের কোয়ালিটি বলেন সবকিছু উন্নত হয়েছে। ’

এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল। ১৪ ম্যাচে ৪৫৩ রান করেছেন তিনি। সমান ম্যাচে ৩৬৭ রান করে সেরা পাঁচে আছেন মুশফিকুর রহিমও। এ দুজনের কেউই এখন আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন না। প্রসঙ্গটি উল্লেখ করে প্রশ্ন শেষ হওয়ার আগেই মুশফিক বলেন, ‘রিটায়ার কি করেছিলাম ভাই? (হাসি)’

টি-টোয়েন্টিতে করেছিলেন, সেটি মনে করিয়ে দেওয়া হয় মুশফিককে। এরপর জানতে চাওয়া হয় তরুণরা তাদের ছাড়িয়ে যেতে পারছেন না। তাদের কি সামর্থ্যে ঘাটতিও দেখছেন?

মুশফিক উত্তরে বলেন, ‘না, না। আপনার সাথে আমি একমত না। তারা অবশ্যই অনেক সামর্থ্যবান। তারা যদি সুযোগ পায় যেমন হৃদয় সে কিন্তু জাতীয় দলে তিনে খেলে না। ৪,৫,৬ এও খেলে। কুমিল্লাতে তিনে খেলছে। সে তার প্রতিভা দেখানোর সুযোগ পাচ্ছে। জুনিয়র তামিম ওপেন করছে। ’

‘আমার মনে হয় সুযোগ দিলে তারাও সামর্থ্যবান এবারের বিপিএলেও অনেক দেশি আছে যারা ভালো ভালো ম্যাচ উইনিং ইনিংস খেলেছে। হ্যাঁ টি-টোয়েন্টিতে ধারাবাহিকতা একটু কঠিন। যে অবদান রাখছে তা যেন দলের জয়ে হয়।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর