thereport24.com
ঢাকা, রবিবার, ১৪ এপ্রিল 24, ১ বৈশাখ ১৪৩১,  ৫ শাওয়াল 1445

ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করতে রাজউককে চিঠি

২০২৪ মার্চ ০২ ১৭:২৯:৩৪
ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করতে রাজউককে চিঠি

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর বেইলি রোডের মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় কাদের দায়িত্বের অবহেলা ছিল তা চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষেরে চেয়ারম্যান বরাবরচিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

শনিবার (০২ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী এম, আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া এ চিঠি দেন।

চিঠিতে তিনি বলেন, গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে গ্রিন কেজি কটেজ নামক বিল্ডিংয়ে আগুন লাগে যার ফলে এখন পর্যন্ত প্রায় ৪৬ জন নিহত হন এবং আরও অনেকে হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। গণমাধ্যমে প্রকাশিত খবর এবং বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে জানতে পারি, ভবনটি যে ধরনের বাণ্যিজিকভাবে ব্যবহার হয়েছে তার অনুমোদন ছিল না এবং ভবনের ভেতরে ওঠা-নামার সিঁড়ি নিয়ম অনুযায়ী তৈরি করা হয়নি। এছাড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট বারবার সতর্ক এবং ভবনে এ ধরনের কার্যক্রম বন্ধ করার জন্য নোটিশ দেওয়ার পরও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যেটি চরমভাবে দায়িত্বের অবহেলা এবং ফলশ্রুতিতে উক্ত ঘটনা সংঘটিত হয় এবং অনেক মানুষের প্রাণহানি ঘটে। প্রায় প্রতিবছরই এই ধরনের অঘটন ঘটছে এবং প্রাণহানি হচ্ছে।

সুপ্রিম কোর্টের এ আইনজীবী আরও বলেন, এ বিষয়গুলোর ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল সেটির সঠিক তথ্য তুলে ধরে ব্যবস্থা গ্রহণ, বৃহস্পতিবার ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় কাদের দায়িত্বের অবহেলা ছিল তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও এই ধরনের নিয়ম বহির্ভূতভাবে কার্যক্রম পরিচালনা কীভাবে হচ্ছে এবং রাজধানীতে কতগুলো ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে সেগুলো চিহ্নিত করে সিলগালা করে ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত কমিটি গঠন করে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর