thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

বিদ্যুতের দাম বৃদ্ধিতে মধ্য ও নিম্ন আয়ের মানুষ দিশেহারা:  রিজভী 

২০২৪ মার্চ ০৩ ১৫:০৭:৫০
বিদ্যুতের দাম বৃদ্ধিতে মধ্য ও নিম্ন আয়ের মানুষ দিশেহারা:  রিজভী 

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদ্যুতের দাম বৃদ্ধিতে মধ্য ও নিম্ন আয়ের মানুষ যে দিশেহারা ক্ষমতার মোহে অন্ধ মন্ত্রীদের তা জানা নেই। স্বর্গে বাস করেন বলেই মন্ত্রীরা বিদ্যুতের প্রকৃত চিত্র জানতে পারেন না।

রবিবার (৩ মার্চ) নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ প্রভুদের কাছে নতজানু। সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার চক্রান্ত করছে। প্রভুদের মোসাহেবি করতে বাংলাদেশের স্বাধীনতা ও নাগরিকদের অধিকার হরণ করেছে।

তলে তলে কোনো বিপদ আঁচ করছে বলে মন্ত্রীরা প্রোপাগান্ডা চালাচ্ছেন অভিযোগ করে রিজভী বলেন- মন্ত্রীদের কপালে চিন্তার ভাঁজ। ডামি সরকারের অনর্গল মিথ্যা বক্তব্য জনগণ গ্রাহ্য করছে না। ক্ষমতাসীনরা জনগণের সঙ্গে নির্দয় আচরন করছে।

সরকার বিদ্যুত দিতে পারছে না অভিযোগ করে রিজভী বলেন- চোখে রঙ্গীন চশমা পরে দেশ চালাচ্ছে সরকার।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর