thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

দেশের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে:  অর্থমন্ত্রী 

২০২৪ মার্চ ০৩ ১৫:১২:৩২
দেশের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে:  অর্থমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে। দেশের মানুষ এখন ভালো আছে বলে জানালেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

রোববার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী বলেন, নতুন একজন প্রতিমন্ত্রী পেয়ে ভালো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কাজের গতি আরও বাড়বে।

এসময় নতুন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা বলেন, নারী হিসেবে নিজেকে দেখছি না। অর্থ মন্ত্রণালয়ের মত বড় জায়গায় কাজ দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করবো।

বৈশ্বিক অর্থনৈতিক কারণে দেশের অর্থনৈতিক অবস্থাও নাজুক আছে। এখান থেকে উত্তরণ ঘটানোই এখন প্রধান কাজ হবে। তবে সেটাকে চ্যালেঞ্জ মনে করছি না। কাজ করে যেতে হবে।

তিনি বলেন, বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে, এটা আরও কমবে। ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসছে ভারত থেকে। এগুলো আসলে দাম আরও কমে যাবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর