thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

শিগগিরই ঘোষণা করা হবে  বিএনপির  নতুন কর্মসূচি:  মঈন খান

২০২৪ মার্চ ০৫ ১৭:৪৬:২৩
শিগগিরই ঘোষণা করা হবে  বিএনপির  নতুন কর্মসূচি:  মঈন খান

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রতিহিংসা বাদ দিয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক সহ-অবস্থানের জন্য আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি জানান, শিগগিরই ঘোষণা করা হবে দলের নতুন কর্মসূচি।

আজ মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর পল্লবীতে সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে এ কথা বলেন তিনি।

মঈন খান বলেন, বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি চলছে। বিএনপি মহাসচিব থেকে তৃণমূলের নেতাকর্মী কেউই বাদ যায়নি এ প্রতিহিংসা থেকে। এক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এতো মামলা, যেটা পৃথিবীর কোথাও নেই। এসব মামলাগুলো অত্যন্ত মিথ্যা।

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজের মতো মুক্তিযোদ্ধাকে কারাগারে প্রেরণ করা সরকারের জন্য লজ্জার বলেও এসময় মন্তব্য করেন মঈন খান।

দেশকে বাঁচাতে হলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই মন্তব্য করে সাবেক এই মন্ত্রীর হুঁশিয়ারি, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর