thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

আন্তর্জাতিক মাস্টারপ্ল্যান অনুযায়ী আ.লীগ ক্ষমতায় আছে:  রিজভী

২০২৪ মার্চ ০৭ ১৬:০৭:৪৮
আন্তর্জাতিক মাস্টারপ্ল্যান অনুযায়ী আ.লীগ ক্ষমতায় আছে:  রিজভী

দ্য রিপোর্ট প্রতিবেদক:আওয়ামী লীগ দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আন্তর্জাতিক মাস্টারপ্ল্যান অনুযায়ী আওয়ামী লীগ ক্ষমতায় আছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সেগুনবাগিচায় এক সভায় এসব বলেন রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগ বাকশালের স্টাইলে দেশ চালাচ্ছে।

যেখানে সরকারি দল, বিরোধী দল সব আওয়ামী লীগের।

রিজভী বলেন, আমরা যে সংগ্রামের মধ্যে আছি সেই সংগ্রামের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এই গণবিরোধী সরকারের বিরুদ্ধে আমাদের জিততেই হবে। আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে।

বিএনপির এই নেতা বলেন, আমরা আত্মনির্ভরশীল জাতি। আমরা স্বনির্ভর। কিন্তু আমাদের এখন অনেক কিছু আমদানি করতে হয়। আমাদের ভারত থেকে সবজি কিনে খেতে হয়। এসবই এই সরকারের অবদান।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর