thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

ভুটানের জালে বাংলাদেশের গোল উৎসব

২০২৪ মার্চ ০৮ ২১:০৪:২৭
ভুটানের জালে বাংলাদেশের গোল উৎসব

দ্য রিপোর্ট প্রতিবেদক:নিয়মরক্ষার ম্যাচে আজ ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী দল। আর তাতেই করল বাজিমাত।

সাফ অনূর্ধ্ব-১৬ উইমেন’স চ্যাম্পিয়নশিপে ভুটানকে গোলবন্যায় ভাসাল তারা। আসরে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ২-০ ব্যবধানে হারিয়ে শুরুটা হয় বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে ভারতকে ৩-১ ব্যবধানে হারিয়ে নিশ্চিত করে ফাইনাল। আজ ভুটানের বিপক্ষে তারা জয় পায় ৬-০ গোলের বিশাল ব্যবধানে।

ভুটানের বিপক্ষে খেলতে নেমে গোল পেতে খুব বেশি দেরি হয়নি বাংলাদেশের। ত্রয়োদশ মিনিটে ফাতিমা আক্তারের ক্রস থেকে হেডে জাল খুঁজে নেন সুরভী আকন্দ প্রীতি। ৩৩তম মিনিটে গোল করে ব্যবধান বাড়ান ফাতেমা। বক্সের বাইরে থেকে ফ্রিকিকে তিনি জালের দেখা পান। পরের মিনিটে ফাতেমার কর্নার থেকে ফাঁকায় থাকা ক্রানুচিং মারমা হেডে বল জালে পাঠান।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোল পায় বাংলাদেশ। মৌমিতা খাতুনের ক্রস থেকে বল জালে পাঠান সাথী। ৬৮তম মিনিটে মৌমিতার পাস থেকে বল নিয়ে স্কোরলাইন ৫-০ করেন থুইনু মারমা। ভুটানের জালে শেষ পেরেকটি ঠুকে দিয়ে স্কোরলাইন ৬-০ করেন প্রীতি।

ভারতের বিপক্ষে আগামী রোববার শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর