thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

"যেই আসুক, দেশি কোচ থাকাটা এখন জরুরি"

২০২৪ মার্চ ১১ ১২:৩১:৩২

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশি কোচদের সামর্থ্য সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভালো করেই জানে। বিসিবিরই উচিত দেশি কোচদের মূল্যায়ন করা। এমনটি বলেছেন সাবেক তারকা ক্রিকেটার রাজিন সালেহ।

তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ড জানে আমরা কতটুকু পারব। আমরা কেন সিভি জমা দিব। ওনারা তো আমাদের অটোমেটিকই ডাকবেন যদি আমাদের সেই যোগ্যতা থাকে। আমাদের যদি যথাযথ উপায়ে প্রস্তাব দেওয়া হয় তাহলে আমরা আগ্রহ দেখাব।’

তিনি আরও বলেন, ‘তারা আমাকে চিনেন, জানেন। যদি না চিনত তাহলে তো আমাকে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিত না। তখন তো আমাকে সিভি জমা করতে হয় নাই। হয়তো আমাদের ওই যোগ্যতা নেই তাই ডাকে নাই।’

রাজিন সালেহ আরও বলেন, ‘লিটন কিন্তু এখন ফর্মে নেই। আমার মনে হয় লিটনের ভেতরে অনেক কিছু জমে আছে যা সে প্রকাশ করতে পারছে না। একজন দেশি কোচ হলে, তার সঙ্গে কথা বলতে পারলে লিটন আরও দ্রুত ফিরে আসতে পারত। যেই আসুক, দেশি কোচ থাকাটা এখন জরুরি।’

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর