thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

ইউক্রেনে বড় অংকের অস্ত্র সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

২০২৪ মার্চ ১৩ ১২:২৫:০৬
ইউক্রেনে বড় অংকের অস্ত্র সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

দ্য রিপোর্ট প্রতিবেদক:ইউক্রেনে আবারও বিপুল অংকের অস্ত্র সহায়তা প্যাকেজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন সহায়তা প্যাকেজের আওতায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের গোলাবারুদ, রকেট এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্রইউক্রেনে পাঠানো হবে।

এই সহায়তা প্যাকেজের ঘোষণা দিতে গিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, এই সহায়তা ইউক্রেনের অস্ত্রগুলোকেস্বল্প সময়ের জন্য হলেও সচল রাখবে। তিনি সাংবাদিকদের বলেনএই সহায়তা ইউক্রেনকে কয়েক সপ্তাহের জন্য ডিফেন্স লাইনে ঠিকে থাকতে সাহায্য করবে।

তিনি বলেন, এটি সাময়িক সমাধান, ইউক্রেনের চাহিদা মেটাতে এই সাহায্য কোনো অর্থেই যথেষ্ট নয়। খবর রয়টার্স

গত প্রায় তিন মাসের মধ্যে প্রথমবারের মতো ইউক্রেনে যুক্তরাষ্ট্র এই ধরনের সহায়তা পাঠাতে চলেছে যুক্তরাষ্ট্র।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার বলেছেন, প্যাকেজের মধ্যে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং আর্টিলারি রাউন্ড অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, পেন্টাগনের মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা কিয়েভকে যুদ্ধে অর্থায়নের ক্ষেত্রে টেকসই কোনো সমাধান নয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর