thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

ব্যাট হাতে ব্যর্থ হলেন তামিম

২০২৪ মার্চ ১৭ ১৩:৪৯:৫১
ব্যাট হাতে ব্যর্থ হলেন তামিম

দ্য রিপোর্ট প্রতিবেদক:টানা দুই ম্যাচে ১৭ ও ১৬ রানে আউট হয়েছিলেন তামিম ইকবাল। এবার তিনি আউট হলেন মাত্র ৬

রোববার (১৭ মার্চ) ডিপিএলের ম্যাচে প্রাইম ব্যাংকের হয়ে সিটি ক্লাবের বিপক্ষে ওপেনিংয়ে নামেন তামিম। ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬ রান করেই সাজঘরে ফেরেন প্রাইম ব্যাংক অধিনায়ক।

চলতি মৌসুমে তিন ম্যাচের তিনটিতেই ব্যাট হাতে ব্যর্থ হলেন তামিম। প্রথম ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে ২৬ বলে ১৭ রান করে হাসান মুরাদের বলে অমিত হাসানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছিলেন তামিম। ওই ম্যাচে তিনি ব্যর্থ হলেও তার দল জিতেছিল ৭১ রানে।

নিজেদের পরের ম্যাচে যানজটের কারণে দেরিতে মাঠে পৌঁছে ছিলেন প্রাইম ব্যাংকের দলপতি তামিম ইকবাল। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষের সেই ম্যাচে ওপেনিং করতে পারেননি ৩৪ বছর বয়সি বাঁহাতি এ ব্যাটসম্যান।

তামিমের বদলে ওপেনিংয়ে নেমেছিলেন পারভেজ হোসেন ইমন। সুযোগ কাজে লাগিয়ে ক্যারিয়ারসেরা ১৫১ রান করেছিলেন ইমন। আরেক ওপেনার শাহাদত হোসেন দিপুও সেঞ্চুরি করেছিলেন। পরে মাঠে নেমে ১৫ বলে ১৬ রান করে সালাউদ্দিন শাকিলের বলে আবু জায়েদ রাহির হাতে ক্যাচ দিয়েছিলেন তামিম। ওই ম্যাচেও তার দল জয় পেয়েছিল ১৬৫ রানে।

প্রাইম ব্যাংকের ওপেনিংয়ে ইমন ও শাহাদত সফল হওয়ায় তামিমের আগে নামা নিয়ে প্রশ্নও ওঠে। তবে সিটি ক্লাবের বিপক্ষে ওপেনিংয়ে নেমে সেই প্রশ্নের উত্তর দেন তামিম। কিন্তু এ দিনও ব্যাট হাতে ব্যর্থ হন তামিম। ইমনকে নিয়ে ওপনিংয়ে নেমে দলীয় ১৩ রানে ইরফান হোসেনের বলে শাহরিয়ার কমলের হাতে ক্যাচ দেন তামিম। এর পরে জাকির হাসানকে নিয়ে রানের চাকা এগিয়ে নিচ্ছেন ইমন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর